১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন

  • তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 231

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন তেমনি দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে৷আর রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের মাধ্যমেই জাতি এগিয়ে যাবে সঠিক পথে।

error: Content is protected !!

গণতান্ত্রিক আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অতুলনীয় -ড. খন্দকার মোশাররফ হোসেন

তারিখ : ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।” প্রবাসীরা যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন তেমনি দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে৷আর রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের মাধ্যমেই জাতি এগিয়ে যাবে সঠিক পথে।