চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের বদরপুরে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বদরপুর সমাজ উন্নয়ন পরিষদ ও বদরপুর প্রবাসী মানব কল্যান সংস্থার উদ্যোগে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ০২নং বদরপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কলেজ ও ফেনী সিটি কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ সহিদুল ইসলাম জিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির জুনিয়র কমান্ডার মো: নজরুল ইসলাম, বায়োফার্মার বরিশাল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: আবুল কাশেম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস মো: খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আব্দুর রহিম। অনুষ্ঠানে বক্তারা মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে মাদক নির্মূল সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করা সহ মাদকসেবী ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: বেল্লাল হোসেনের সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর কলেজের পরিচালক ও বিশিষ্ট তরুন সমাজসেবক মো: হাসান মোর্শেদ ও বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন স্বচ্ছ এর যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার উল্লাহ বুলু, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মো: আব্দুর রহমান ডালিম, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবু তাহের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল কাদের, আব্দুল কাইয়ুম মজুমদার, আমির হোসেন সর্দার, মেনু মিয়া, বদরপুর দক্ষিণ পাড়া সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: ইব্রাহীম মিয়া, সহ-সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: হোসেন, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইমরান হোসেন সুজন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মাইনুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ফাহাদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সঞ্জিব শর্মা, সদস্য মো: সুজন, মো: আব্দুল হালিম, মো: রিয়াদ, মো: মিজান, মো: জাহিদ, মো: সজিব, ইলিয়াছ, সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page