মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী “মিয়া বাজার কাঁকড়ী ক্লাব” এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় গ্রীনভিউ হোটেলের হলরুমে ক্লাবের সভাপতি আলী আশ্ববের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাচ্চু এবং সদস্য এডভোকেট নজরুল ইসলাম মজুমদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ক্লাবের দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
দ্বিতীয় অধিবেশনে ক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে নব-নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলী আশ্বব, সহ-সভাপতি বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আব্দুল্লাহ আল মাসুদ নোমান, জামাল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত মিঞা মো: জুবায়ের, ডা: আনোয়ার হোসেন, মোস্তফা কামাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল কাদির, দপ্তর সম্পাদক সুলতান আহম্মদ, শিক্ষা ও সংস্কৃতি সংস্কৃতি সম্পাদক হানিফ খান, ক্রীড়া সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র সাহা, শাহ আলম, পাঠাগার সম্পাদক অধ্যাপক আলী হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক নিপু মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাবু নির্মল চন্দ্র সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাবু বিপ্লব কুমার চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মাইনুদ্দিন আহমেদ নওশাদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর আবু জাফর সালে মোহাম্মদ নিজাম, আমিনুল ইসলাম সর্দার।
এর আগে ক্লাবের সদস্য মাস্টার আব্দুল ওয়াদুদ, আব্দুল্লা আল মামুন এমরান, ডা: আনোয়ার হোসেন, আবুল হাসনাত মিঞা মো: জুবায়ের, মোস্তফা কামাল বাচ্চু এর সমন্বয়ে কমিটি গঠন করার জন্য নির্বাচনি বোর্ড গঠন করা হয়ছিল। র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
আরো দেখুন:You cannot copy content of this page