চৌদ্দগ্রামে ইসলামী ঐক্যজোট প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা

মনোয়ার হোসেন।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মো: খোরশেদ আলম এর মিনার প্রতীকের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মো: খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি খোরশেদ আলম বলেন, ‘সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ইভটিজিং সহ অপরাধমূলক সকল কর্মকাণ্ড দূর করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী শাসন কায়েমে লক্ষ্যে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছে ইসলামী ঐক্যজোট। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী হিসেবে আমি আপনাদের দুয়ারে ভোট প্রার্থনা করতে এসেছি। অনিয়ম-দুর্নীতি রুখে দিতে এবং দেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে রাষ্ট্রীয় আমানত আপনাদের মূল্যবান ভোট মিনার প্রতীকে দিয়ে সহযোগী হবেন বলেই বিশ্বাস করি।’ এ সময় তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শামসুল আলম এর সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অহিদুর রহমান, মাওলানা আবুল খায়ের, হাফেজ মো: আবুল কালাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী একরামুল হক, মো: ফজলুল হক, সিরাজুল ইসলাম, শামসুল আলম, যুবনেতা মো: শাহপরান, মাঈন উদ্দীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি মো: খোরশেদ আলম এর নেতৃত্বে মিনার প্রতীকের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী সহ স্থানীয় ভোটার ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগটি উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রাম থেকে শুরু হয়ে মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজার, ঘোলাপাশা ইউনিয়নের সলাকান্দি বাজার, ধনুসাড়া দৈনিক বাজার, সৈয়দপুর রাস্তা মাথা, কালিকাপুর ইউনিয়নের মীরশ্বানী বাজার, নোয়াবাজার, উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার ও শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজার সহ শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এসে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা মিনার প্রতীকের পক্ষে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন এবং প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page