মো: মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা কেটে বাংলাদেশ ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার আওতায় বাবুচি বাজার আউটলেটে’র (এজেন্ট ব্যাংকিং কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজারে অবস্থিত নতুন আউটলেট শাখায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মাওলা, মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশারফ হোসাইন।
ইসলামী ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার ও ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম শাখার অফিসার মোহাম্মদ এ, কে, খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মোঃ আবদুল হান্নান, কোরআান তিলাওয়াত করেন মাওলানা মো: বিল্লাল হোসেন, সমাপনী বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাবুচি বাজার আউটলেটের পরিচালক ও মেসার্স প্লাটিনাম গার্ডেন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোতাহার হোসেন ঝুমন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তা ও এজেন্ট ডিভিশন প্রধান জসিম উদ্দিন, ধোড়করা এজেন্টের স্বত্ত্বাধিকারী মোস্তফা কামাল, চিওড়া রাস্তার মাথা এজেন্টের স্বত্ত্বাধিকারী মনির হোসেন খোকন, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাদল হোসেন, বাবুচি দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল এবিএম কবির হোসেন, বাবচি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দুলাল মিয়া, আমানগন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল কাদের জিলানী, মুক্তিযোদ্ধা মো: ফরিদ উদ্দিন, সমাজ সেবক মো: আবু বকর সিদ্দিক সহ ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরো দেখুন:You cannot copy content of this page