চৌদ্দগ্রামে উজিরপুরে বারি সরিষা-১৭ এর মাঠ দিবস পালিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামের ২০২২-২৩ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসমে রাজস্ব প্রকল্পের আওতায় স্থাপিত বারি সরিষা-১৭ এর প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর প্রদর্শনী মাঠে এ উপলক্ষে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম।

চৌদ্দগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুব্রত রায়ের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা আ’লীগের সদস্য মিঞা মোহাম্মদ জহির হোসেন, উজিরপুর ইউপি সদস্য আব্দুল হাই, খন্দকার মামুুন, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বারি সরিষা-১৭ একটি উচ্চ ফলনশীল জাত। স্থানীয় কৃষকরা কৃষি চ্যালেঞ্জ মোকাবেলা করে পতিত জমিতে বারি সরিষা-১৭ চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। প্রতিকূলতায় সহনশীল এ জাতটিতে বিঘা প্রতি ৫ মন ফলন পাওয়া যায়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ভোজ্য তেলের ব্যাপক চাহিদায় বারি সরিষা-১৭ চাষে দেশের তেলের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। ’

স্থানীয় কৃষকগণ বলেন, ‘উচ্চ ফলনশীল বারি সরিষা-১৭ এর চাষ করে ভালো ফলনের আশা করছি। আগামীতে উক্ত জাতের বীজের ব্যাপক চাহিদার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। পতিত জমিতে বারি সরিষা-১৭ চাষ করায় জমিগুলো তিন ফসলি জমিতে রূপান্তর হওয়ায় আমরা খুব খুশি। আশা করছি, এতে আমাদের আয় বৃদ্ধি পাবে।

উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম (মান্নান) এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা কামরুল হাসান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা ওমর ফারুক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ সফি উল্লাহ্, কৃষক আবুল কালাম, শাহআলম সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page