চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১১ আসামী আটক

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামীসহ মোট ১১ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে রিপন ও সুমন, একই গ্রামের মৃত শামসুল আলমের ছেলে মুকাদ্দেস, কাজল মিয়ার স্ত্রী মনজুমা বেগম প্রকাশ শাহিনা বেগম, সুমন এর স্ত্রী উর্মি, মুকাদ্দেস এর স্ত্রী বিউটি বেগম, উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আনু মিয়ার ছেলে অহিদ মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে সোহেল, ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর (কেন্ডা) গ্রামের সিরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন, জামালপুর জেলার মেলন্দা উপজেলার সিড়িগাড় টেকুরিয়া গ্রামের আজহার এর ছেলে হাফিজুর রহমান এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার আহমেদপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মানিক হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, ‘কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম এর নির্দেশে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত¡াবধানে ও সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮জন সহ মোট ১১ আসামীকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page