চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে হাইওয়ে থানার হলরুমে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার, হাইওয়ে কমিউনিটি পুলিশের কালিকাপুর ইউনিয়ন সভাপতি ও সাবেক মেম্বার জসিম উদ্দিন মজুমদার।

এময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শহিদ উল্লাহ্, এসআই ইসহাক, এএসআই কামরুজ্জামান, ঘোলপাশা ইউ’পি সদস্য মো: নুরুল বাহার, কমিউনিটি পুলিশ কালিকাপুর ইউনিয়ন সদস্য মামুনুর রশিদ, জামাল আহম্মদ সহ কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, “ইভ-টিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ সমাজে ঘটে যাওয়া নানা ধরণের অপরাধ দমন করতে হলে স্থানীয় জনগনকে সর্বদা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। সাধারন মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করতে পারে তার জন্য পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page