চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন বিএনপি’র জিনিদকরা গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় বিএনপি’র সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জিনিদকরা গ্রামের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী শাহিন রেজা। প্রধান বক্তা ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুনুর রশিদ হারুন। বিশেষ বক্তা ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রকিব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে চিওড়া ইউনিয়নের জিনিদকরা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিওড়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোস্তফার সভাপতিত্বে ও চিওড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মনির, চিওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক মো: ইউনুছ লিপন, কাজী মীর হোসেন মীরু, চিওড়া ইউনিয়ন বিএনপির সদস্য জাফর আহম্মদ, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া লিটন, ইউনিয়ন যুবদল নেতা শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা রিফাত হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, ছোট সাতবাড়ীয়া বিএনপি গ্রাম কমিটির সভাপতি আব্দুল গনি, চিওড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মানিক মজুমদার, ইউনিয়ন যুবদল নেতা সরওয়ার হোসেন রবিন, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: ইউনুছ, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হোসাইন আহম্মেদ রনি সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মোস্তফা সওদাগরকে সভাপতি, মো: জহিরকে সিনিয়র সহ-সভাপতি, মো: এয়াকুবকে সাধারণ সম্পাদক, হুমায়ুন সওদাগরকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে জিনিদকরা গ্রামের বিএনপির গ্রাম কমিটি গঠন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page