চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সহোদর দুই ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তাদেরকে হেয় প্রতিপন্ন করা ও প্রকৃত ঘটনাকে আড়াল করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) দুুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা কাদেরীয়া ইসলামিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক শাহিন শিকদার, এয়াকুব আলী, এয়াছিন মিয়া, মো: রাকিব হোসেন, মাইন উদ্দীন, দুলাল মিয়া, আবুল হোসেন, আলমগীর হোসেন, মমিন মিয়া, জিয়াদ হোসেন, আছিয়া বেগম, জফুরা বেগম, মোমেনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ আব্দুর রশিদ এর সাথে তার অপর দুই ভাই দুলাল মিয়া ও আবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সামাজিকভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকে বসে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। শালিসি সিদ্ধান্তকে উপেক্ষা করে আব্দুর রশিদ অপর ভাইদের জায়গা জবরদখল করে ভোগ করছে। গত ১৯ মার্চ তিন ভাইয়ের চলমান বিরোধ মীমাংশার চেষ্টাকালে আব্দুর রশিদের নেতৃত্বে শালিসদার ও তার ভাইদের পরিবারের উপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদ করা আব্দুর রশিদ ও তার সহযোগিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সামাজিক গণ্যমান্য লোকজনের সম্মানহানী করার অপচেষ্টা করে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এ সময় তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী এয়াকুব আলী জানান, ১৯ মার্চ আব্দুর রশিদ ও তার ভাইয়েরা তাদের পৈতৃক পুরনো ও পরিত্যাক্ত বসতঘরটি ভেঙ্গে ফেলে। এর আগেও বিষয়টি নিয়ে একাধিক শালিস অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রশিদ শালিসের কোনো সিদ্ধান্তই মানতে রাজী নয়।

ভুক্তভোগি বিধবা মোমেনা বেগম বলেন, আমি অন্যের বাড়ীতে কাজ করে খাই। আমার স্বামীর রেখে যাওয়া জমিতে ঘর করতে গেলে আব্দুর রশিদ বারবার বাধা দিচ্ছে। তার পরিবার আমাদের উপর বিভিন্ন অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে।

অপর ভুক্তভোগি আছিয়া বেগম জানান, আব্দুর রশিদ আমাদের বসতবাড়ী নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা যাতে এ বাড়ী ছেড়ে চলে যাই সেজন্য আব্দুর রশিদ নিয়মিত আমাদের উপর অত্যাচার করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর কথা অস্বীকার করে অভিযুক্ত আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের জানান, মোমেনা বেগম আমার জমিতে এলাকার সন্ত্রাসীদের সহযোগিতায় ঘর নির্মাণের চেষ্টা করলে আমি বাধা প্রদান করি। আমার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page