মনোয়ার হোসেন।।
বাংলাদেশ আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা জুয়েলের কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে স্থানীয় সাংসদ কার্যালয়ে এসে শেষ হয়।
শনিবার (৪ জুন) সকালে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সাংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী জানে আলম মোল্লা, মাহবুবুল হক মোল্লা বাবলু, সিরাজুল ইসলাম মেম্বার, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা গাজী কাজল প্রমুখ।
উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা আ’লীগের উপদেষ্টা আবু মূছা ভূঁইয়া স্বপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, কাউন্সিলর কাজী বাবুল, কামাল উদ্দীন, হাসান শরীফ মামুন, কালিকাপুর ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল করিম, যুবলীগ নেতা কাউছার হামিদ বাশার, আক্তার হোসোন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page