চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা উদ্ভাবিত সরিষার মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়ণে বিনা সরিষা -৪,৭,৯,১১,১২ ও বারি সরিষা ১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনা’র মহা-পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে বিনা সরিষা-৪,৭,৯,১১,১২ ও বারি সরিষা-১৪ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।

কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা শামস আল মাহমুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান, বিজন কুমার দেব, মহসিন মিজি, মোসা: নাঈমা আক্তার, সাবেক ইউপি সদস্য মোঃ বাছেদ মিয়া, তরুণ কৃষক রিফাত ও কৃষক কামরুল ইসলাম, শাহ আলম, মোখলেস মিয়া, সিদ্দিক মিয়া, গনি মিয়া সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page