মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতিয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অর্নুধ্ব১৭ )এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতিয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অর্নুধ্ব১৭)২০২২এর চৌদ্দগ্রাম উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাতিসা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহি অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান এবি এম এ বাহার,উপজেলা ক্রীড়া সংস্হা সাধারন সম্পাদক আলমগীর হোসেন বিল্বব, ইউপি চেয়ারম্যান কাজি ফখরুল আলম ফরহাদ, মাহফুজ আলম।
এসময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু তৈয়ব, সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা আঃলীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকা ছালে আহমমদ ভুইঞা, বাতিসা ইইউনিয়ন আঃলীগের সাধারন আনোয়ার হোসেন চৌধুরী, মুন্সিরহাট ইউনিয়ন আঃলীগের সভাপতি আবুল কাশেম, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম মজুমদার, পৌর কমিশনার সাইফুল ইসলাম শাহিন, বাতিসা ইউনিয়ন শ্রমিকলীগে সাবেক সভাপতি মোহামমদ ইয়াছিন প্রমুখ।
খেলায় মুন্সিরহাট ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চৌদ্দগ্রাম পৌরসভা একাদশ।
আরো দেখুন:You cannot copy content of this page