মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকালে বাতিসা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বাতিসা হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বাতিসা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক রূপম মজুমদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার।
বাতিসা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আ’লীগের সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব।
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, বাতিসা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম মজুমদার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন, বাতিসা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন।
বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার হামিদ বাশার, বাতিসা হাইস্কুলের প্রধান শিক্ষক সালেহ্ আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম মানিক, সাবেক ছাত্রনেতা ইফতেখার, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তুরাজ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, বাতিসা ইউনিয়ন যুবলীগ সভাপতি আফতাবুল আলম মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা সম্রাট, বাতিসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জামশেদ আলম।
বাতিসা ইউনিয়ন যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন সৈকত, আ’লীগ নেতা কবি কাদের, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আ’লীগ নেতা জামশেদ ভূঁইয়া, বাতিসা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান খোকন, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, শ্রমিক লীগের সাবেক সভাপতি ইয়াছিন, যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান ভূঁইয়া শিপন, বাতিসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মজুমদার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ নেতা মিজানুর রহমান, শহীদুল্লাহ্, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল রিপন, পৌর আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সালাহ্ উদ্দিন মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক রাফিদ, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ্, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কাজী বাবুল।
উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ শান্ত, শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কনকাপৈত ইউনিয়ন আ’লীগ নেতা শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নূরে আলম, মুন্সীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন, চৌদ্দগ্রাম উপজেলা ও বাতিসা ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page