মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনাধান-১৯, বিনাধান-২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার এবং উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র, কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের আহমেদ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হামিদুল রসুল।
বক্তারা বলেন, বিনাধান-১৯ ও বিনাধান-২১ জাত স্বল্পজীবনকালীন, খরা সহনশীল এবং সম্প্রসারণযোগ্য। ব্রি ধান-৪৮ আউশ মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত। কৃষকদের এসব ধান চাষ করে যথাযথ কৃষি নির্দেশনা অনুসরণ করলে তারা লাভবান হওয়ার পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে অত্র অঞ্চলের কৃষকরা এ জাতগুলোর চাষে আরও উৎসাহিত হবেন।
এসময় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষিবীজ বিতরণ এবং কৃষি খাতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
উপজেলার উজিরপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান এবং বিনা উপকেন্দ্র, কুমিল্লার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আরিফ হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মৎ নাঈমা আক্তার, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য মো. আব্দুল আজীজ, মো. সাহিদুর রহমান, মো. আমির হোসেন, তরুণ কৃষি উদ্যোক্তা মো. আবু হানিফ রাকিব, স্থানীয় কৃষক মো. আব্দুল লতিফ, মো. আব্দুর রহিম, মো. সেলিম, মো. মীর হোসেন, মাওলানা আবুল খায়ের, মো. আব্দুর রশিদ, শুয়া মিয়া, বাগান চাষি মো. মামুন মিয়া সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।