চৌদ্দগ্রামে বৈলপুর যুবসমাজের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বৈলপুর যুব সমাজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীরহাট ইউনিয়ন ২নং ওয়ার্ড যুব বিভাগের যৌথ উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মজলিশে শূরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাসান মজুমদার, কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান মু. ইকবাল হোসেন মজুমদার।

বৈলপুর ইউনিট সভাপতি মো: জালাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা বেলাল হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো: কপিল উদ্দিন মোল্লা, মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারী এডভোকেট মো: সাইফুদ্দীন মজুমদার, বিশিষ্ট ব্যাংকার মো: ফারুক পন্ডিত, ২নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারী মো: কামরুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা আবুল খায়ের, যুব নেতা মো: ফারুক আহমেদ, দ্বীন ইসলাম মিয়াজী, নুরুল ইসলাম, মো: ফারুক, সুলতান মাহমুদ ইমন, আবুল বশর, মো: সুমন,দ্বীন মোহাম্মদ সহ মুন্সীরহাট ইউনিয়ন ও ২নং ওয়ার্ড জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবির এর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page