মনোয়ার হোসেন।।
কুমিল্লা জেলা পরিষদের সদস্য, ভার্ড (VARD) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এর নিজস্ব অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, মলিয়ারা, ভানুশ্বর ও কাগাইশ গ্রামে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
রবিবার (২৫ আগষ্ট) জেলা পরিষদ সদস্যের নিজ কার্যালয়ে বন্যা দুর্গত পরিবারের সদস্যদের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানকাপৈত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন, সমাজ সেবক মো: জসিম উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ম্যানেজার শ্যামল চন্দ্র দাস, কর্মকর্তা মো: রুমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রত্যেক পরিবারকে প্যাকেট ভর্তি চাউল-১০ কেজি, আলু-৩ কেজি, তেল-১লিটার লবন-১ কেজি, মসুরের ডাল-১ কেজি করে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে ভার্ড কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যা দুর্গত পরিবারের সদস্যরা।
এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জানান, “পরবর্তীতে বন্যার্তদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের বাড়ী-ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে”।
জানা যায়, তিনি ভার্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছে ১৯৮৮ সালে। তিনি ১৯৯৮ সালে সিলেট ও সুনামগন্জ জেলায় ৩টি ভার্ড চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন ও চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ চক্ষু রোগীদর বিনামূল্যে ও স্বল্পমূল্যে আধুনিক চক্ষু সেবা দিয়ে আসছেন।
তিনি বিগত ৪৫ বৎসর থেকে সমাজের অসহায় মানুষের জন্য সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।
You cannot copy content of this page