চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষতি

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর বাজারে রোববার (১ আগস্ট) গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে একই মাকের্টের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটনের মুদি দোকান, শফিকের কাপড় দোকান, মহি উদ্দিন ও মাঈন উদ্দিনের কসমেটিকস্ দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল ও ডেকোরেশন-আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াছিন প্রধানিয়া বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পুরো বাজারটিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে’।

অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো: লিটন জানান, রোববার গভীর রাতে দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন আগুনে তার দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে তার মুদি দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। রুটি-রোজগারের একমাত্র প্রতিষ্ঠানটি হারিয়ে তিনি এখন শোকে কাতর।

এবিষয়ে কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো: মোশারেফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য দোকানগুলো রক্ষা পায়। পুড়ে যাওয়া চারটি দোকানের প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানান। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে সরকারিভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page