মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় জয়নাল আবেদীনকে স্বাবলম্বী করে তুলতে মানবিক সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় প্রদেয় “স্বপ্ন ষ্টোর” এর উদ্ধোধন করা হয়।
শুক্রবার (১৮ জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়ায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের প্রধান অর্থ সমন্বয়ক মো: মনির হোসেন খোকন, পরিচালক মো: মোশাররফ হোসেন মুন্সী, কাজী মো: মানিক, মো: জসিম উদ্দীন হাসান, মো: আবুল কালাম আজাদ রাসেল, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ্, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য মো: কাউছার হামিদ মুন্না, মো: মকবুল আহম্মেদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আব্দুল কাদির।