চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ী চাপায় নিহত হয়েছে তিন অটোরিকশা যাত্রী।

বুধবার রাত ৯ টায় চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ছুপুয়া এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দূর্গাপুরের হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুরের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিলো।

ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহন অটোরিকশাটিকে ইউটার্ন করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ওই মাদ্রাসা ছাত্ররা নিহত হয়। ঘাতক গাড়ীটি পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককেও পাওয়া যায় নি।
নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেয়া হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page