কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাসুদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই ইয়াছিন ও ফোর্সসহ মঙ্গলবার ভোর সোয়া ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় মসজিদের সামনে অভিযান চালায়। এসময় ১৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুদ মিয়া (২০) নামে এক মাদক ব্যবাসীয়কে আটক করা হয়।
সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার কান্দিরপাড় গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের পূর্বক আসামীকে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।