০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, ভয় দেখিয়ে লাভ নেই”- কামরুল হুদা মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ২৮০ জন নারী-পুরুষ কুমিল্লায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে স্বামীর আত্মহত্যা চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপারেশন

  • তারিখ : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 117

মনোয়ার হোসেন।।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চক্ষু সেবায় ২৭ বছর ( ১৯৯৮-২০২৪) পূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (৯ এপ্রিল) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন এবং হাসপাতালের Paid রোগী‌ Phaco, Sics, Grafting, DCR ১৯ জন সহ মোট ৪৯ জন অস্বচ্ছল দ‌রিদ্র রোগীর চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়ে‌ছে।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান, অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ও ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ভার্ড ও ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।

error: Content is protected !!

চৌদ্দগ্রাম ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ২৭ বছর পূর্তি, ৪৯ রোগীর ছানি অপারেশন

তারিখ : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

মনোয়ার হোসেন।।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের চক্ষু সেবায় ২৭ বছর ( ১৯৯৮-২০২৪) পূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের পন্নারায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (৯ এপ্রিল) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে ও স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন এবং হাসপাতালের Paid রোগী‌ Phaco, Sics, Grafting, DCR ১৯ জন সহ মোট ৪৯ জন অস্বচ্ছল দ‌রিদ্র রোগীর চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়ে‌ছে।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান, অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ও ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান ভার্ড ও ভার্ড কামাল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক কামাল (ভার্ড কামাল) ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।