ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১শত ৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

রোববার সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকা থেকে মাদকসহ আবুল হোসেন নামে মাদক কারবারীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবতীর নেতৃত্বে ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) এবিএম গোলাম কিবরিয়া, উপপরিদর্শক (এস আই) মোঃ শরীফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। এসময় আটককৃত মাদক কারবারী আবুল হোসেনের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা ও দেহে তল্লাসী চালিয়ে ১ শত ৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়া মাদক কারবারীর ফেলে যাওয়া একটি ব্যাগে তল্লাসী চালিয়ে পুলিশ আরো ৪ কেজি গাঁজা জব্দ করে।

আটককৃত মাদক কারবারী আবুল হোসেনের বাড়ী আমড়াতলী এলাকায়। সে মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ আটককৃত মাদক কারবারী ও পলাতক মাকদ কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। আটককৃততে সোমবার কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page