স্টাফ রিপোর্টার॥
বন্দরনগরী চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে দেশের শীর্ষস্থানীয় এসএসসি ৯৪ বন্ধুদের প্লাটফর্ম “ব্যাচ 94 বিডি” কর্তৃক আয়োজিত প্রায় দেড় সহস্রাধিক বন্ধুর উপস্থিতিতে গত ২মে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো “মেগা ফ্রেন্ডস ফেস্টিভ্যাল ২০২৫”
অনুষ্ঠানের আহবায়ক সাইফুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে, চ্যানেল আইয়ের উপস্থাপিকা মাহমুদা মাহা’র উপস্থাপনায় অনুষ্ঠিত হলো জমকালো এই আয়োজন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
কোরআন তেলাওয়াত করেন কুমিল্লা মুরাদনগরের বন্ধু আকতার হোসেন, গীতা পাঠ করেন কুমিল্লা দেবিদ্বারের বন্ধু কনিকা ধর এবং ত্রিপিটক পাঠ করেন চট্টগ্রাম পটিয়ার বন্ধু বিউটি বড়ুয়া।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক জাহেদুল হাসান,স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোরশেদ হোসাইন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক সেলিম উদ্দীন মানিক, সমন্বয়ক আরিফ জামান, আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের থিম সং এর গীতিকার এবং এডমিন সরকার ইয়াছিন রিকু।
এডমিন প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দীন, সারওয়ার চৌধুরী রুবেল, রাশেদ হাজারী, সাইফ উদ্দিন শিবলি, ফোরকান উদ্দিন টিপু, আনোয়ারা রিনু, হাবীবা হারুন, গোলাম কিবরিয়া, আলী হোসেন, সালাউদ্দিন আরিফ, মহিউদ্দিন ফারুক, এএসএম সায়েম, মোঃ ইসমাইল, নুরনবী প্রমূখ।
পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ড. শাহিদুল আলম মিন্টু, মোঃ রাশেদ, আবি আব্দুল্লাহ চৌধুরী, এ কে চৌধুরী পাভেল, মাজনুন ভূইয়া, হুমায়ুন কবির রাসেল, আওরঙ্গজেব মুস্তফা।
আয়োজনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে মঞ্চ মাতান বাংলাদেশের সাড়া জাগানো ক্লোজ আপ ওয়ান তারকা শিল্পী সানিয়া সুলতানা লিজা, সঙ্গীত শিল্পী নিগার সুলতানা পপি, সুমী হায়দার, জাফর সাদেক। অনুষ্ঠানে চলচিত্র অভিনেত্রী দীঘি এবং তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চাঁদনী এবং সোহাগ ডান্স গ্রুপের পরিবেশনায় সিনেমাটিক নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেগা র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং পরিচালনায় ছিলেন এডমিন আরিফ জামান। নুষ্ঠান শেষে আহবায়ক সাইফুল ইসলাম আজাদ অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।
আরো দেখুন:You cannot copy content of this page