মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর টাউনহলে জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহার।
বিশেষ অতিথী ছিলেন আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য রওশন আরা মান্নান এমপি, কুমিল্লা সিটি মেয়র মোঃ মনিরুল হক সাক্কু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান, ইসমাইল হায়দার মল্লিক, স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপপরিচালক শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহীম, সদর সার্কেল সোহান সরকার, র ্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ নাজমুল আহসান ফারুক রোমেন, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাহাউদ্দীন বাহার বলেন, ক্রিকেট নিয়ে এত বড় আয়োজন কোন জেলা সদর করতে পারেনি। কুমিল্লা পেরেছে। তাই অন্য কোন নামে নয় কুমিল্লা নামেই বিভাগ চাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রানের দাবী মেনে নিবেন।
বাহাউদ্দীন বাহার আরো বলেন, যে টাউনহলে আজ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে সে টাউনহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার এসেছেন৷ তাই কুমিল্লার মাটি ও মানুষের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতালেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, এ্যাশেজ এবং গায়ক মিনার।এছাড়াও দর্শকদের আনন্দ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ৷ (কাবিলা)
কুমিল্লা ক্রিকেট কমিটি সূত্রে জানা যায়, ১০ জানুয়ারী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বল গড়াবে।
এবারের আসরে প্রথম পুরস্কার হিসেবে থাকছে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড এর মাধ্যমে চট্টগ্রামের নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত, প্রোটন সাগা ১৩৩২ সিসির মালয়েশিয়ায় ২০২১ মডেলের ০ মাইলেজ ব্র্যান্ড নিউ কার। যার বাজার মুল্য ১৭ লাখ ৫০ হাজার।
আরো দেখুন:You cannot copy content of this page