আলমগীর কবির
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যে দেশব্যাপী পালিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় যুব পুরস্কার অর্জন করেছেন কুমিল্লার উদ্যোক্তা লাভলী আক্তার।
গত ১২ আগস্ট ঢাকায় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কোটায় নির্বাচিত সফল আত্মকর্মীর স্বীকৃতি পুরষ্কার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমের কাছ থেকে গ্রহন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
লাভলী আক্তারের জন্ম কুমিল্লার তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামে। পিতা মো. রেনুমিয়া খান ও মাতা ফিরুজা বেগমের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ১৯৯৬ সালে পিতার মৃত্যু হলে তাঁর শৈশব কাটে মামার বাড়ি, দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে। ২০০৪ সালে প্রবাসী মো. ইব্রাহিমের সঙ্গে তাঁর বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে।
২০১৬ সালে কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে তিনি স্বনির্ভরতার যাত্রা শুরু করেন। পরে নকশিপট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ফ্যাশন ডিজাইন, পোশাক প্রস্তুত, ব্লক-বাটিক, হ্যান্ডপেইন্ট, নকশিকাঁথা ও স্ক্রিনপ্রিন্টসহ বিভিন্ন সৃজনশীল কাজে প্রশিক্ষণ দিয়ে স্থানীয় নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। গত ৯ বছরে তাঁর প্রচেষ্টা কুমিল্লায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে লাভলী আক্তার বলেন, এ অর্জন আমার একার নয়, এটি কুমিল্লা জেলা তথা সকলের। আমি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি চিরকৃতজ্ঞ। তাঁরা আমার পরিশ্রমকে মূল্যায়ন করেছেন এবং সফল আত্মকর্মীর সেরা মঞ্চে পৌঁছে দিয়েছেন।
তিনি কৃতজ্ঞতা জানান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম সরকার, সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ, আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাশেদুল আলম, পোশাক তৈরির সিনিয়র ইন্সট্রাক্টর নার্গিস কবির, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ সকল যুব অভিভাবকদের প্রতি। পাশাপাশি তিনি তাঁর স্বামী, পরিবার ও ‘নকশিপট’ টিমের সহযোগিতার কথাও উল্লেখ করেন।