জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় কবিতা পাঠ ও আলোক প্রজ্বালন

আলমগীর হোসেন।।
জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় কবিতা পাঠ ও আলোক প্রজ্বালন করা হয়েছে।

জেলা প্রশাসকের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (১ আগষ্ট) সন্ধ্যায় নগর উদ্যান বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর প্রতি নিবেদিত কবিতা শ্রাবনের শোকগাথা ও আলোক প্রজ্বালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) পঙ্কজ বড়ুয়া।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির এডহক ক‌মি‌টির সদস্য অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফ‌টিক, আবৃত্তি জোটের সভাপতি বদরুল হুদা জেনু।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল এর সঞ্চালনায়, আবৃত্তি পরিবেশনায় ছিলেন সা‌ব্বির আহ‌মেদ, তাহ‌মিনা বেগম, গোলাম মোস্তফা, রুমানা রু‌মি,ম‌নিরুজ্জামান, দীপ্তরাজ সহ ২১টি সংগঠ‌নের প্র‌তি‌নি‌ধিগণ এবং বা‌চিক‌শিল্পী মাহতাব সো‌হে‌লের গ্রন্থনা ও নি‌র্দেশনায় জেলা শিল্পকলা একাডে‌মির আবৃ‌ত্তি বিভা‌গের শিক্ষার্থীরা “স্ব‌প্নের রাজপুত্তর ” দলীয় প‌রি‌বেশনা উপস্থাপন ক‌রে, এছাড়াও নজরুল ই‌নি‌স্টি‌টিউট কু‌মিল্লা কে‌ন্দ্রের শিক্ষার্থীরা দলীয় আবৃ‌ত্তি প‌রি‌বেশন ক‌রে। ক‌বিতা পাঠ ক‌রেন : ক‌বি মোতাহার হো‌সেন মাহবুব, বোরহান মাহমুদ কামরুল, শিপন হো‌সেন মানব, মো: নুরুল ইসলাম, এস এ এম আল মামুন, স‌ফিকুল ইসলাম ঝিনুক, মো: শাহজাহান, জাম‌াল উ‌দ্দিন দামাল, বিজন দাস, সৈয়দ আহ‌মেদ তা‌রেক, আজাদ সরকার লিটন প্রমুখ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন মহানগর আওয়ামীলীগের কৃ‌ষি ও সমবায় বিষয়ক সম্পাদক সা‌দিকুর রহমান রানা, বীর মু‌ক্তি‌যোদ্ধা আলাউ‌দ্দিন মিয়া, কালচারাল কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ, অধ্যাপক রাহুল তারুন পিন্টু ও নাট্য ব্য‌ক্তিত্ত শাহজাহান চৌধুরী প্রমুখ সহ আরো অনেকে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page