জামায়াত ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বরুড়ায় উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যাদুর্গত মানুষের চিকিৎসা সেবার উদ্দ্যেশ্যে এই আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন।

জানা গেছে, উপজেলার লক্ষীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের এই মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে সেবা দেয়া হয়৷ এসময় বন্যাদুর্গত রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা সফিকুল ইসলামসহ ইউনিয়ন দায়িত্বশীলগণ।

আমির মাওলানা সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম মেডিক্যাল থেকে আগত ৩জন এমবিবিএস চিকিৎসক চিকিৎসা সেবা দিয়েছেন। কোন ফি ছাড়াই এই সেবা নেন এলাকাবাসী। আমরা বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page