০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন গৌরসার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন অনেক প্রমাণ আছে- স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

  • তারিখ : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • 30

মোঃ জহিরুল হক বাবু।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বিএনপির মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। তাহলে ছিনিয়ে নেওয়া তো ছিনতাইকারীর কাজ। বিএনপি একটি ছিনতাইকারীর দল। বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় বিএনপি আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতায় নেবেন না।’

আজ সোমবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বাংলাদেশে একমাত্র ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী সংগঠন আর কোনো সংগঠন দাবি করতে পারে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ঐতিহ্যের অর্জন আছে। ৬ দফা আন্দোলন, ১১ দফা, ভাষা আন্দোলন, মহান স্বাধীনতাসহ ব্যাপক অর্জন। এ ঐতিহ্যবাহী সংগঠনের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছেছেন। দেশের অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জন্য কাজ করছেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, কিছুদিন বিভিন্ন স্থানে বিএনপির নাটক দেখছি। তাদের মহাসমাবেশ জনতার ঢল বলে প্রচার করছে। দেখা যায় লাকসামের সম্মেলন মানুষের উপস্থিত বিএনপির বরিশালের সমাবেশ থেকেও অনেক লোক বেশি হয়েছে। আওয়ামী লীগের উপজেলার সম্মেলন বিএনপির মহাসমাবেশ থেকেও লোক বেশি হয়।

সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মহব্বত আলী সাধারণ সম্পাদক করা হয়। লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাকে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।

error: Content is protected !!

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন অনেক প্রমাণ আছে- স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

তারিখ : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

মোঃ জহিরুল হক বাবু।।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘বিএনপির মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। তাহলে ছিনিয়ে নেওয়া তো ছিনতাইকারীর কাজ। বিএনপি একটি ছিনতাইকারীর দল। বিএনপি ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, ছিনতাই করে ক্ষমতায় যেতে চায় বিএনপি আর আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতা থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতায় নেবেন না।’

আজ সোমবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বাংলাদেশে একমাত্র ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী সংগঠন আর কোনো সংগঠন দাবি করতে পারে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ঐতিহ্যের অর্জন আছে। ৬ দফা আন্দোলন, ১১ দফা, ভাষা আন্দোলন, মহান স্বাধীনতাসহ ব্যাপক অর্জন। এ ঐতিহ্যবাহী সংগঠনের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছেছেন। দেশের অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জন্য কাজ করছেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, কিছুদিন বিভিন্ন স্থানে বিএনপির নাটক দেখছি। তাদের মহাসমাবেশ জনতার ঢল বলে প্রচার করছে। দেখা যায় লাকসামের সম্মেলন মানুষের উপস্থিত বিএনপির বরিশালের সমাবেশ থেকেও অনেক লোক বেশি হয়েছে। আওয়ামী লীগের উপজেলার সম্মেলন বিএনপির মহাসমাবেশ থেকেও লোক বেশি হয়।

সম্মেলন শেষে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মহব্বত আলী সাধারণ সম্পাদক করা হয়। লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরাকে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।