ঢাকায় জামিনে মুক্তি পেয়েছেন উদবাতুল বারী আবু

নিউজ ডেস্ক।।
ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে গ্রেফতার হওয়া কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী জামিনে মুক্তি পেয়েছেন।

রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় কারা ফটকের সামনে থেকে তাকে বরণ করে নেন যুবদল নেতা ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সারসহ নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন।

তিনি এখন ঢাকায় আছেন। দুয়েকদিন ঢাকায় থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে এরপর কুমিল্লায় ফিরবেন।

প্রসঙ্গত, ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে যোগ দেয়ার পর কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুকে গ্রেফতার করে পুলিশ ।

গত ২৮ জুলাই শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে গুলশান থানার একটি পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page