মনোয়ার হোসেন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী ১০ মে চট্রগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দীন, সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ, সালমান সহিদ, রায়হান চৌধুরী, এমদাদুল হক শিপন, সদস্য এনাম সরকার, নুহ নবী, সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা নোমান মৌলভী, মো: অপু, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাসুম, যুগ্ম আহবায়ক মো: দুলাল পাটোয়ারী, মো: হান্নান, সদস্য সচিব ওসমান গনি, কাশিনগর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তাক হোসেন মজুমদার, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, কাশিনগর ইউনিয়ন দক্ষিন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আবু মিয়া, সহ-সভাপতি আহছান উল্লাহ, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: ইছমাইল, যুগ্ম আহবায়ক মো: আব্দুস সালাম, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো: মোরশেদ আলম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সাইফুল ইসলাম (সবুজ), সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইউনুছ সিকদার, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, মো: হানিফ, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইউনুছ ফরায়জী, মাসুম বিল্লাহ, জহিরুর ইসলাম চৌধুরী, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক আনিছুর রহমান জাহাঙ্গীর, জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক কাজী ইউছুব বেলাল, গুনবতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামাল খন্দকার, যুগ্ম আহবায়ক মো: ইস্রাফিল সুজন, আলকরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো: ছানাউল্লাহ সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
আরো দেখুন:You cannot copy content of this page