তিতাসে “জাগ্রত একতা সংঘের” উদ্যোগে ফ্রিজকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হালিম সৈকত।।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জুন শুক্রবার জাগ্রত একতা সংঘ আয়োজিত ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশগ্রহণকারী দল ছিল কুমিল্লা জেলা একাদশ বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশ ফুটবল দল। খেলায় কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৬-২ গোলে পরাজিত করে।

শুক্রবার বিকাল ৪ টায় জগতপুর সাধানা উচ্চ বিদ্যালয় মাঠে জাগ্রত একতা সংঘের আয়োজনে খেলায় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

জাগ্রত একতা সংঘের সভাপতি ও তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ সিকদার, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তবিল, জগতপুর সাধানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু, হানু মেম্বার, শান্তি মেম্বার, জার্মান প্রবাসী মোহাম্মদ খোকন মিয়া, সাবেক মেম্বার হক মিয়া, জাগ্রত একতা সংঘের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, উপদেষ্টা মতিন মুন্সি, আসলাম ভূঁইয়া,চিত্তরঞ্জন বিশ্বাস, হাজী মোখলেসুর রহমান, আব্দুল হক মেম্বার , আব্দুস সাত্তার প্রধান, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন,বন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সরকার জুয়েল ও তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার প্রমূখ।

জাগ্রত একতা সংঘের সাধারণ সম্পাদক ও জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ওমর ফারুক এর পরিচালনায় খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় পক্ষের খেলোয়াড় ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে বড় ফ্রিজ এবং দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে রানার্সআপ ছোট ফ্রিজ তুলে দেন।

জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ আমির হোসেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page