তীব্র তাপপ্রবাহে কুবিতে মিডটার্ম পরীক্ষা স্থগিত, ক্লাস হবে অনলাইনে

কুবি প্রতিনিধি।।
তীব্র তাপপ্রবাহের মধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

সোমবার (২২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান শুরু হবে।

তাড়াছা ২ মে পর্যন্ত স্থগিত থাকবে মিডটার্ম পরীক্ষা। শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে চলবে ফাইনাল পরীক্ষা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

আজ ২১ এপ্রিল অ্যাকাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়েকদিন ধরেই সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে কয়েকটি জেলায়। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা (হিট অ্যালার্ট) জারি করেছে।

এমন পরিস্থিতিতে ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ২৪ দিন বন্ধের পরও শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় আগামী ৩ মার্চ পর্যন্ত মিডটার্ম পরীক্ষা স্থগিত রাখছে কুবি। তবে অনলাইন ক্লাস ও ফাইনাল পরীক্ষা চলমান থাকবে।

উল্লেখ্য রোববার (২১এপ্রিল) সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। শিক্ষক-অভিভাবকদের দাবির মুখে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page