দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না, বিএনপি ধান্ধাবাজের দল না- হাজী ইয়াছিন

নেকবর হোসেন।।
বিএনপির ত্রাণ ও পূণঃবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে নিয়া স্বাধীনতা যুদ্ধে গিয়েছে। ২/১ টা ধান্ধাবাজ আছে যারা এর নামে হের নামে মামলা দিয়া ধান্ধা করে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

হাজী ইয়াছিন বলেন, খোতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। আর আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা সামনে বড় ভূমিকা রাখবে। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না। আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে। কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খোতবার মিম্বরের মতো পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসাইন নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্য অধ্যক্ষ শাহ্ মো. নেছারুল হক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page