
শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৩ লক্ষ ২৩ হাজার ৭শত ২০টাকা বকেয়া আদায় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এবিকা গৌরীপুর ৫টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোট ২২৭টি সংযোগ ভিজিট করা হয়। এর মধ্যে ৬ জন গ্রাহকের সংযোগ বকেয়া থাকার কারণে বিচ্ছিন্ন করা হয় এবং এসব গ্রাহকের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৩০ টাকা বকেয়া আদায় করা হয়। এ ছাড়া ৪টি বাড়িতে মোট ৮টি অতিরিক্ত চুলা ব্যবহার, ২৭টি অনিবন্ধিত সংযোগ (৬১টি দ্বৈত সংযোগ), ২১টি রাইজার কর্তন এবং ২৫ মিটার জিআই পাইপ ও ২০০ ফুট এমএস পাইপ উচ্ছেদ করা হয়। একই সঙ্গে স্পট চেকিংয়ে মোট ২ লাখ ৭ হাজার ১৯০ টাকা বকেয়া আদায় করা হয়েছে।
বিজিডিসিএল-এর কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ দমন ও বকেয়া আদায়ে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গ্যাস অপচয় রোধই এ অভিযানের মূল লক্ষ্য।
বাখারাবাদ গ্যাস লিমিটেড কোম্পানির পাঁচটি টিম এ।অভিযানে কাজ করেছে। ছান্দ্রা এলাকায় টিম-৪ এর সদস্যরা ছিলেন অভিযানের শুরুতে সমাপ্তির সময় গৌরীপুর এবিকা টিম কাজ করেন।
টিম-৪ আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক (রাজস্ব, কুমিল্লা), গৌরীপুর এবিকা টিমের আহ্বায়ক প্রকৌশলী অম্লান কুমার দত্ত (ইনচার্জ গৌরীপুর)। এছাড়া উপ-ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আশিকুজ্জামান, গাজী ফাইরুজ তানজিম, এস এম উজ্জল হোসেন ও মো. আছিফুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. রাশিক আক্তার রুশো, প্রকর্মী মো. মনির ও মিথু চন্দ্র পাল প্রমুখ।