১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা

দাউদকান্দিতে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে গ্রামবাসী

  • তারিখ : ০৭:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 469

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড চেঙ্গাকান্দি গ্রামে অবৈধ বালু উত্তোলনের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় গ্রামবাসী। এলাকাবাসী অভিযোগ করেছেন, গোমতি নদীর উত্তর-পশ্চিম দিক থেকে নিয়মিতভাবে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে।

ভূক্তভোগী মোঃ বাতেন সরকার জানান, প্রতিদিন দিনের বেলায় নদীর মাঝ থেকে বালু তোলা হলেও রাত ১০টার পর থেকে জোরপূর্বক নদীর পাড় ঘেঁষে তাদের মালিকানাধীন ফসলি জমি থেকেও বালু কেটে নেওয়া হচ্ছে। এতে করে একদিকে ফসলি জমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, কিছু প্রভাবশালী ও অসাধু চক্র এ কাজে জড়িত। তারা প্রতিবাদ করতে গেলেই গ্রামবাসীকে হুমকির মুখে পড়তে হয়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

গ্রামবাসীরা লিখিত অভিযোগের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন—অবৈধ বালু উত্তোলনের কারণে তাদের বসতভিটা ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে সদর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দারা একযোগে ৫৩ জন ভুক্তভোগীর স্বাক্ষরসহ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাছরীন আক্তারের নিকট একটি লিখিত অভিযোগ দেন৷

এ ব্যাপারে স্থানীয়দের দাবি, “অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে গ্রামবাসীর জমি-ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।”

error: Content is protected !!

দাউদকান্দিতে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে গ্রামবাসী

তারিখ : ০৭:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড চেঙ্গাকান্দি গ্রামে অবৈধ বালু উত্তোলনের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় গ্রামবাসী। এলাকাবাসী অভিযোগ করেছেন, গোমতি নদীর উত্তর-পশ্চিম দিক থেকে নিয়মিতভাবে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে।

ভূক্তভোগী মোঃ বাতেন সরকার জানান, প্রতিদিন দিনের বেলায় নদীর মাঝ থেকে বালু তোলা হলেও রাত ১০টার পর থেকে জোরপূর্বক নদীর পাড় ঘেঁষে তাদের মালিকানাধীন ফসলি জমি থেকেও বালু কেটে নেওয়া হচ্ছে। এতে করে একদিকে ফসলি জমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, কিছু প্রভাবশালী ও অসাধু চক্র এ কাজে জড়িত। তারা প্রতিবাদ করতে গেলেই গ্রামবাসীকে হুমকির মুখে পড়তে হয়। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

গ্রামবাসীরা লিখিত অভিযোগের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন—অবৈধ বালু উত্তোলনের কারণে তাদের বসতভিটা ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে সদর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দারা একযোগে ৫৩ জন ভুক্তভোগীর স্বাক্ষরসহ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাছরীন আক্তারের নিকট একটি লিখিত অভিযোগ দেন৷

এ ব্যাপারে স্থানীয়দের দাবি, “অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে গ্রামবাসীর জমি-ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।”