শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামী মামুন সম্রাটকে কুপিয়ে হত্যার দুই দিন পর দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর ৩ নারীসহ ৪জনকে এ হত্যা মামলায় সম্পৃক্ততায় না থাকায় পারিবারিক জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়৷
রবিবার(২৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
মামলার তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার তদন্ত (ওসি) মোঃ সামছুল আলম। অভিযান চলমান থাকলেও এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত মামুন সম্রাট প্বার্শবর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। নিহত মামুন সম্রাট গৌরীপুর বাজারের ভুলিরপার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক এবং সিসিটিভির ফুটেজ থেকে দূরে থাকায় আসামিদের শনাক্ত করা যাচ্ছে না। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
ওসি জুনায়েত চৌধুরী আরো বলেন, হত্যাকারীদের সনাক্তকরন এবং গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক সেবন, মাদক বিক্রি, অপহরণ, চাঁদাবাজি ও একটি কিশোর গ্যাং পরিচালনাসহ
বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।
উল্লেখ্য,শুক্রবার(২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে(মোড়ে)দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
আরো দেখুন:You cannot copy content of this page