শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়৷
বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টায় কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার অডিটোরিয়ামে ১৬২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মোজাফ্ফর আলী।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আফিফের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. তানভীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়েত ইসলামী আমির মনিরুজ্জামান বাহলুল, পৌর জামায়েত ইসলামী আমির আবুল কাশেম প্রধাানিয়া, ঢাবির মোটিভেশনাল বক্তা রায়হানউদ্দীন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি এসএম রাসেল,সেক্রেটারি শাকিল আদনান,আনন্দ নিকেতন আবাসিক সোসাইটির চেয়ারম্যান সাদ্দাম হোসাইন।
এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সাধারণ সম্পাদক তৌফিক রুবেল প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page