রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ জুয়েল রানা পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র ও করোনায় কর্মহীনদের মাঝে চাল,আলু পেয়াজ তেল সাবান এবং ছোলা মুড়ি ম্যাস্ক বিতরণ করেন।
বিকেলে গৌরীপুর নিজ কার্যলয়ের সামনে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৬০ জন দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিভিন্ন সামাজিক ও জনহিতকর কল্যানমূলক কাজের ধারাবাহিকতায় এএসপি জুয়েল রানা দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। ইফতার সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত উপকারভোগী পরিবার এর সদস্যরা মানবিক এ পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় এএসপি জুয়েল রানা বিক্তবানদের অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বলেন, সবাই যার যার অবস্থান থেকে দরিদ্রদের সহযোগিতা করলে সবাই মিলে ভাল থাকা যায়। তিনি সবাইকে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
প্রসঙ্গত মানবিক পুলিশ কর্মকর্তা এএসপি জুয়েল রানার বহুমুখী জনকল্যানমূলক কাজ এলাকার সাধারন মানুষের ভূয়সী প্রশংসা অর্জন করেছে
আরো দেখুন:You cannot copy content of this page