
স্টাফ রিপোর্টার।।
দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মানব কল্যান যুব সমাজের উদ্যোগে ধনাগোদা নদীতে ১৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ পোনা অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাছরীন আক্তার৷
উদ্ভোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান।
মানব কল্যান যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. শেখ মোঃ মহসিন এর সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি উপজেলা জাসাসের সভাপতি দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল্লা মাস্টার, ইউপি সদস্য ফারুক সওদাগর, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও দৌলতপুর ইউনিয়ন প্রবাসী সংগঠনের পরিচালক আল-আমিন ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্ম পরিষদ সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আমীর মোঃ রনি চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ।
স্থানীয়রা জানান, নদীতে মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জেলেদের জীবিকা রক্ষার্থে মানব কল্যান যুব সমাজের উদ্যোগে পোনা অবমুক্ত করা হয়েছে। এর ফলে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে।
এসময় মানব কল্যান যুব সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।