রাজিব হোসেন জয়।
কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর বাজারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) জোবায়ের জুয়েল রানা’ অভিযান চালিয়ে বিপুল পরিমান নিসিদ্ব ঘোষিত পরিবেশ দূষনকারী পলিথিন উদ্ধার করেছেন। এ সময় বিক্রিতে জড়িত থাকায় জসিম নামে এক পলিথিন ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার)এর নির্দেশনায় গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় গৌরীপুর বাজারের পলিথিন ব্যবসায়ী জসিমকে তার পলিথিনের গুদামঘর থেকে গ্রেফতার করা হয়। জব্দকৃত পলিথিনের মধ্যে ছিল, ১০ বস্তা সবুজ পলিথিন যার ওজন ৭ মণ এবং ১৮ বস্তা সাদা পলিথিন যার ওজন ১৮ মণ। অভিযানে জব্দকৃত পলিথিনের বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত পলিথিন ব্যাবসায়ীর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারামতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ দূষনকারী পলিথিনের বিরুদ্বে অভিযান চলমাণ থাকবে বলে জানায় পুলিশ।
আরো দেখুন:You cannot copy content of this page