দেবিদ্বারে দেড় হাজার পরিবারের মাঝে পোষাক ও ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মিঠুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও চেয়ারম্যান মহিউদ্দিন মিঠুর বিশেষ তহবিল থেকে দুইটি পরিবারকে টিনের ঘর উপহার দেয়া হয়।

রবিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঈদ পোষাক ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু বক্তব্য রাখেন।

এদিকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও পোষাক হিসেবে শাড়ি-লুঙ্গি পেয়ে বেশ খুশি ইউনিয়ন বাসী। রাহেলা বেগম ( ছদ্মনাম) জানান, ঈদ নিয়ে চিন্তাই ছিলাম। এখন চিন্তা মুক্ত হলাম। অন্তত ঈদের দিন খেতে পারমু্ । একটা কাপড়ও পাইছি।

মাসুম নামের এক যুবক জানান, চেয়ারম্যান সাহেবের এমন ইতিবাচক কর্মকান্ডে আমরা খুশি। উনার মত যদি অন্য চেয়ারম্যানরাও কাজ করে, তাহলে গরীব-অসহায়দের মুখে হাসি ফুটে উঠবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page