০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • তারিখ : ১০:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 305

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সকাল ১০টায় দেবিদ্বার নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে গণবিরোধী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “আওয়ামী লীগ জনগণের কষ্ট বাড়াতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে লকডাউনের নামে নাটক সাজাচ্ছে। জনগণের জানমালের ক্ষতি করে কোনো রাজনৈতিক লাভ তারা করতে পারবে না।”

বক্তারা আরও বলেন, “যেখানেই আওয়ামী লীগের আগ্রাসন বা জনদুর্ভোগ সৃষ্টি হবে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। কেউ আগুন–সন্ত্রাস বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।”

সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা কুমিল্লা–সিলেট মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে প্রতিবাদ জানান। শোডাউনটি শান্তিপূর্ণভাবে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাফরগঞ্জে গিয়ে শেষ হয়।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পুরো কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, “যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কেউ অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।”

দিনব্যাপী বিএনপির প্রতিবাদ ও শোডাউন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

error: Content is protected !!

দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

তারিখ : ১০:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সকাল ১০টায় দেবিদ্বার নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে গণবিরোধী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “আওয়ামী লীগ জনগণের কষ্ট বাড়াতে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে লকডাউনের নামে নাটক সাজাচ্ছে। জনগণের জানমালের ক্ষতি করে কোনো রাজনৈতিক লাভ তারা করতে পারবে না।”

বক্তারা আরও বলেন, “যেখানেই আওয়ামী লীগের আগ্রাসন বা জনদুর্ভোগ সৃষ্টি হবে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। কেউ আগুন–সন্ত্রাস বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।”

সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা কুমিল্লা–সিলেট মহাসড়কে মোটরসাইকেল শোডাউন করে প্রতিবাদ জানান। শোডাউনটি শান্তিপূর্ণভাবে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাফরগঞ্জে গিয়ে শেষ হয়।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পুরো কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, “যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কেউ অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।”

দিনব্যাপী বিএনপির প্রতিবাদ ও শোডাউন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।