মনির খাঁন।।
কুমিল্লার দেবিদ্বারে দুই শতাধিক হতদরিদ্র পরিবার পেলেন ১৫ দিনের খাদ্য শস্য এবং ঈদ সামগ্রী।
মঙ্গলবার বিকেলে হিউম্যান এপেল বাংলাদেশ এবং আল সাফা ফাউন্ডেশনের উদ্যোগে এসব পন্য বিতরণ করা হয়।
দামামা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিজলী পাঞ্জার এলাকায় চাল, ডাল, চিনি, লবন, তেল, খেজুর, ছোলা, দুধ, সেমাইসহ প্রতি পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য শস্য প্রদান করা হয়। হতদরিদ্র পরিবারের সদস্যরা পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রীর প্যাকেট উপহার পেয়ে অনেক খুশি হন।
দামামা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ রফিকুল্লাহ সাদী আল আজহারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হিউম্যান এপেল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নুর মোহাম্মদ নুর বদি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোসলেহ উদ্দিন মোল্লা, মুফতি দ্বীন মোহাম্মদ দিদার, হাফেজ কারী শহিদুল্লাহ নাঈম প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page