০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে জামায়াতের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন এক হাজারের বেশি মানুষ কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি কুমিল্লায় উল্টো পথে আসা পিকআপে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত কুমিল্লা নিউজের প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে আহত এক নারীসহ ২ জনের মৃত্যু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে মব তৈরি করে ৩ সাংবাদিক হেনস্তা ব্রাহ্মণপাড়ায় স্কুল পরিদর্শনে ইউএনও, ক্লাস নিলেন শিক্ষার্থীদের কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত; ২ জনের হাত-পা বিচ্ছিন্ন কুমিল্লায় সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক, বিপুল অস্ত্র-সামগ্রী জব্দ

দেবীদ্বারে ইউ‌পি সদ‌স্য আবুল হা‌শেমের বিরু‌দ্ধে ষড়ডন্ত্রমুলক মামলা

  • তারিখ : ১০:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • 7

নেকবর হোসেন।।
কু‌মিল্লা দেবীদ্বা‌র উপ‌জেলার বরকামতা ইউ‌পির ৭ নং ওয়া‌র্ডের জন‌প্রিয় ইউ‌পি সদস্য ও বর্তমান মেম্বার আবুল হা‌শে‌মের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ক‌রে এলাকাবাসী।

জানা যায়, আবুল হা‌শেম‌কে পরা‌জিত কর‌তে স্থানীয় আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়া প্রতিদ্ব‌ন্ধি প্রার্থীর সা‌থে হাত মি‌লি‌য়ে ষড়যন্ত্র শুরু ক‌রে। একপর্যা‌য়ে চল‌তি মা‌সের ২৩ জানুয়া‌রি ব্রাক্ষণখাড়া গ্রামের আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়ার সা‌থে একই এলাকার হা‌লিম মিয়ার তুচ্ছ বিষয় নি‌য়ে কথাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। উক্ত ঘটনা‌কে ভিন্নখা‌তে নি‌য়ে মিথ্যা ঘটনা সা‌জি‌য়ে মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে ফ‌রিদ মিয়ার ভাই মুকবুল হোসেন বাদী হ‌য়ে দেবীদ্বার থানায় মেম্বার আবুল হা‌শেম,তার দুই ছে‌লে ও তিন সমর্থক‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউ‌দ্দিন শামীম ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে ঘটনার বিষ‌য়ে তদন্ত ক‌রে সত‌্যতা না পে‌লেও উপ‌রের অদৃশ‌্য শ‌ক্তির ইশারায় ষড়যন্ত্রমুলকভা‌বে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার বিষ‌য়ে স্থানীয় এলাকাবাসীর ম‌ধ্যে জানাজা‌নি হ‌লে সবাই ক্ষো‌ভ প্রকাশ ক‌রে ও মামলা প্রত্যাহা‌রের দাবী‌তে মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে। এ বিষ‌য়ে গতকাল শুক্রবার বিকালে দেবীদ্বার বরকামতা ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রার্থী আবুল হাশেমের শত শত কর্মী সমর্থকগণ মিথ‌্যা ও ষডযন্ত্রমুলক মামলার বিরু‌দ্ধে শ্লোগান দি‌য়ে প্রতিবাদ জানায়।এ সময় মেম্বার প্রার্থী আবুল হা‌শেম এলাকায় বিশাল এক মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয় ম‌নির হো‌সেন না‌মের এক ব‌্যবসা‌য়ি জানান,আবুল হা‌শেম মেম্বার ৭ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ৭ ফেব্রুয়া‌রি নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার ঘোষনা দি‌য়ে‌ছেন।
এবার ৭ নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজ সেবক, জনদরদী,গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ আবুল হা‌শেম মেম্বার। মেম্বার হিসাবে একজন সৎ,যোগ্য,ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ফেব্রুয়া‌রির ৭ তারিখ ভোট দিয়ে আবারও মেম্বার পদে রাখ‌তে চায় এলাকাবাসী।

error: Content is protected !!

দেবীদ্বারে ইউ‌পি সদ‌স্য আবুল হা‌শেমের বিরু‌দ্ধে ষড়ডন্ত্রমুলক মামলা

তারিখ : ১০:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

নেকবর হোসেন।।
কু‌মিল্লা দেবীদ্বা‌র উপ‌জেলার বরকামতা ইউ‌পির ৭ নং ওয়া‌র্ডের জন‌প্রিয় ইউ‌পি সদস্য ও বর্তমান মেম্বার আবুল হা‌শে‌মের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ক‌রে এলাকাবাসী।

জানা যায়, আবুল হা‌শেম‌কে পরা‌জিত কর‌তে স্থানীয় আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়া প্রতিদ্ব‌ন্ধি প্রার্থীর সা‌থে হাত মি‌লি‌য়ে ষড়যন্ত্র শুরু ক‌রে। একপর্যা‌য়ে চল‌তি মা‌সের ২৩ জানুয়া‌রি ব্রাক্ষণখাড়া গ্রামের আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়ার সা‌থে একই এলাকার হা‌লিম মিয়ার তুচ্ছ বিষয় নি‌য়ে কথাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। উক্ত ঘটনা‌কে ভিন্নখা‌তে নি‌য়ে মিথ্যা ঘটনা সা‌জি‌য়ে মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে ফ‌রিদ মিয়ার ভাই মুকবুল হোসেন বাদী হ‌য়ে দেবীদ্বার থানায় মেম্বার আবুল হা‌শেম,তার দুই ছে‌লে ও তিন সমর্থক‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউ‌দ্দিন শামীম ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে ঘটনার বিষ‌য়ে তদন্ত ক‌রে সত‌্যতা না পে‌লেও উপ‌রের অদৃশ‌্য শ‌ক্তির ইশারায় ষড়যন্ত্রমুলকভা‌বে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার বিষ‌য়ে স্থানীয় এলাকাবাসীর ম‌ধ্যে জানাজা‌নি হ‌লে সবাই ক্ষো‌ভ প্রকাশ ক‌রে ও মামলা প্রত্যাহা‌রের দাবী‌তে মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে। এ বিষ‌য়ে গতকাল শুক্রবার বিকালে দেবীদ্বার বরকামতা ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রার্থী আবুল হাশেমের শত শত কর্মী সমর্থকগণ মিথ‌্যা ও ষডযন্ত্রমুলক মামলার বিরু‌দ্ধে শ্লোগান দি‌য়ে প্রতিবাদ জানায়।এ সময় মেম্বার প্রার্থী আবুল হা‌শেম এলাকায় বিশাল এক মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয় ম‌নির হো‌সেন না‌মের এক ব‌্যবসা‌য়ি জানান,আবুল হা‌শেম মেম্বার ৭ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ৭ ফেব্রুয়া‌রি নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার ঘোষনা দি‌য়ে‌ছেন।
এবার ৭ নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজ সেবক, জনদরদী,গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ আবুল হা‌শেম মেম্বার। মেম্বার হিসাবে একজন সৎ,যোগ্য,ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ফেব্রুয়া‌রির ৭ তারিখ ভোট দিয়ে আবারও মেম্বার পদে রাখ‌তে চায় এলাকাবাসী।