
এ আর আহমেদ হোসাইন, দেবীদ্বার প্রতিনিধি।।
“অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার” ওউ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি ও জেলা উত্তর বিএনপি’র উদ্যোগে গুনাইঘর ইঞ্জিনীয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর বাগানবাড়িতে পৃথক ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
কুমিল্লা (উত্তর) বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে সঞ্চালনায় ভার্চুয়েলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিশেষ অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক শাহ মোঃ আলমগীর খান, জেলা উত্তর মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম।
এর আগে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সুদন ডিলারের সভাপতিত্বে ও নূরুজ্জামানের সঞ্চালনায় ভার্চুয়েলি প্রধান অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপি’র সহ-সভাপতি মাজেদা আহসান মূন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি এ,এফ,এম তারেক মূন্সীসহ আরোও অনেকে।