
জহিরুল হক বাবু।।
গাছের চারা হাতে নিয়ে দেশপ্রেমে জাগ্রত হওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ ব্যতিক্রমী আয়োজন করে। সংগঠনের সদস্যরা নিজেদের এক দিনের টিফিনের জমানো টাকা দিয়ে গাছের চারা কিনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম ফুরকান বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ থাকবে না, তারা যেন পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখে। আজকের এই আয়োজন তাদের হৃদয়ে দেশপ্রেম ও পরিবেশ-সচেতনতা জাগিয়ে তুলবে।”
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “আমরা সবাই শিক্ষার্থী, কিন্তু আমরা চাই সমাজ ও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে। টিফিনের টাকা বাঁচিয়ে আমরা গাছের চারা কিনেছি। এবছর আমাদের লক্ষ্য সারাদেশে ৫০ হাজার গাছের চারা বিতরণ করা। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াক, এটাই আমাদের মূল বার্তা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মোঃ আব্দুল্লাহ ও সোলেয়মান সিয়াম প্রমুখ।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ উৎসবে পরিণত হয়। শিক্ষার্থীরা হাতে গাছের চারা নিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রতিজ্ঞা করেন, তারা পরিবেশ রক্ষায় এগিয়ে আসবেন এবং দেশকে আরও সবুজ করে গড়ে তুলবেন।