শামীম রায়হান॥
দীর্ঘদিন ময়লা আবর্জনা ও বর্জ্যে ভরপুর কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে দাউদকান্দির বলদাখাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৮ জুলাই) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পৌরসদরের বলদাখাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।
সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এসএম মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজি, অর্থ বিষয়ক সম্পাদক রোমান মিয়াজি ও কবির হোসেন প্রমূখ৷
উল্লেখ্য এ অরাজনৈতিক সংগঠনটি ইতিপূর্বে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সামনের খালে ময়লা আবর্জনা পরিষ্কারসহ দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে নিজেদের অর্থায়নে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে প্রশাসন ও এলাকাবাসীর বাহবা পাচ্ছেন।
আরো দেখুন:You cannot copy content of this page