লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে রেল লাইনের উপর অবৈধভাবে বসা প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
এ সময় ৬ দোকানদার আটক করে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট রেলগেট এলাকায় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এর নেতৃত্বে লাকসাম রেলওয়ে থানা পুলিশ এ অভিযান চালায়।
এ সময় লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ উল্লাহ বাহার সহ নাঙ্গলকোট থানা পুলিশ উপস্থিত ছিলেন।
রেল পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর ঝুঁকিপূর্ণভাবে মাছ,সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দোকান বসিয়ে তারা ব্যবসা করে আসছিল।
তাই ট্রেনচলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে তাদের সরিয়ে দিতে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page