০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • তারিখ : ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • 378

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার মল্লিকাদীঘি এলাকার শশীদল ও সালদানদীর সেক্টরে ১৭৬ কিলোমিটার দুই-এর তিন নম্বর রেললাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে। শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে লিটন মিয়া মোটরসাইকেলে করে বাড়ি থেকে শশীদল বাজারে যাচ্ছিলেন। পথে শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ও স্বজনরা দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে, কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ নিয়ে যায়। নিহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

তারিখ : ০৯:২৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার মল্লিকাদীঘি এলাকার শশীদল ও সালদানদীর সেক্টরে ১৭৬ কিলোমিটার দুই-এর তিন নম্বর রেললাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে। শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে লিটন মিয়া মোটরসাইকেলে করে বাড়ি থেকে শশীদল বাজারে যাচ্ছিলেন। পথে শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী ও স্বজনরা দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে, কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি থানার এএসআই মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ নিয়ে যায়। নিহতের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।